ওরে ও   ফাগুন দিনে পলাশ বনে চল রে নাগর চল,
        দিগন্তে আজ কিসের তরে নামল খুশির ঢল।
        লাল টুকটুক পলাশ বনে
        ভ্রমরের গুঞ্জরণে
        মহুয়ার গন্ধে মনে সাত সাগরের তরঙ্গ উচ্ছল॥

দখিন হাওয়ায় ঝরবে পলাশ দিবি খোঁপায় গুঁজে লো,
এই ফাগুনে লাগবে আগুন যৌবন পাবো খুঁজে।
        যৌবন জ্বালায় অঙ্গ পুড়ে
        যাতনা যাবে উড়ে
        তু ছুঁলে এ মন জুড়ে অচেনা সুখ করবে ঝলমল॥