একটি বছর পরে              এসেছে ফাগুন ,
কোকিলের কুহুতানে          ভরে তনু মন,
রাঙা হয়ে যাবে ওই           পলাশের বন,
ফাগুনে মাতাল হৃদে          লেগেছে আগুন।

মধুকর বাগিচায়                করে গুনগুন,
সুনীল গগনে হয়               হৃদয় হরণ,
পাদপ হয়েছে দেখো           শ্যামল বরণ,
অশোক সুবাসে আমি          হর্ষে নিমখুন।

দখিনা পবন ধিরে              বয় অবিরত,
প্রেমিক প্রেমিকা দোঁহে         হবে যে মিলন,
বাক বিনিময় হোক             দুটি হৃদয়ের।
এ মিলন ভালোবাসা           থাক পুঞ্জীভূত,
দুজনার প্রেম প্রীতি             না হোক স্খলন,
এ ফাগুন চিরকাল              শুধুই প্রেমের।

(রচনাকাল:- ০৩/০৩/২০২৪)