এই বাঙালি সারাটা বছর রবীন্দ্র ভুলে থাকে,
মনে পড়ে যায় বাইশে শ্রাবণে, পঁচিশে বৈশাখে।
আজকের ছেলে রবীন্দ্র গানে হয়না আত্মহারা,
নেশায় ডুবে নাচে এখন, 'ডিজে' তে পাগলপারা।
রবীন্দ্র গান বাজে না এখন পাড়ার অনুষ্ঠানে,
সবাই বলে, 'লাগাও ডিজে নাচবো আপন মনে'।

বাজছে এখন রবীন্দ্র গান 'ডিজে'র সাথে শুনি,
কবির গীতি বিকৃত আজ,চুপ কেন জ্ঞানীগুণী?
এই ব্যাভিচার মুখ বুজে আর কতকাল সয়ে যাবে?
আধুনিক সব আধুনিক হলো!রবিও ছাড় না পাবে!
'গীতবিতান' তো খুলেও দেখেনা,'স্বরবিতান' তো দূরে,
'ডিজে'তে আজ বিকৃত গান, বিকৃত আজ সুরে।

প্রতিচ্ছবি তে মাল্য পরায় বছরের দুটি দিনে,
বাকিটা সময় মাকড়শা ফাঁদ পেতে দেয় ক্ষণে ক্ষণে।
তখন তো কেউ খবর রাখে না,ঘুন বাসা বাঁধে ফ্রেমে,
মুখে বলে চলে,' রবীন্দ্র আছে আনন্দে-দুখে-প্রেমে'।
এই ব্যাভিচার সইতে পারি না, কলমটা কথা বলে,
যদি কিছু ভুল বলে থাকি, তবে ক্ষম' ভেবে ভাই-ছেলে।

(রচনাকাল:- ২৫/০৪/২০২৪)