এসেছি এক সবুজ ঘেরা গাঁয়ে,
তরুর ছায়া পথের ডানে-বাঁয়ে।
শিশির ভেজা ভোররবেলায়—
শ্যামল তৃণ চুমু যে খায়
কলস কাঁখে এক কিশোরীর
                    ‌নূপুর পরা পায়ে।
এসেছি এক সবুজ ঘেরা গাঁয়ে॥

প্রত্যুষে ঠিক মোরগ গুলো ডাকে,
খেচর উড়ে যায় যে ঝাঁকে ঝাঁকে।
কি না দারুন তাদের কূজন!
অচিনদেশে হই যে মগন;
এ মন ফিরে আসে না আর
              ফেঁসেছে কোন দায়ে।
এসেছি এক সবুজ ঘেরা গাঁয়ে॥

মেঠো পথের ছোঁয়া আদরমাখা,
সঙ্গোপনে যায় না তো আর থাকা।
ঠিক যেন এক শান্তির নীড়!
সকল পুলক করেছে ভিড়;
এ জীবনের সকল গ্লানি
                  ছুটেছে এক ঘায়ে।
এসেছি এক সবুজ ঘেরা গাঁয়ে॥

                     (রচনাকাল: ০৫/১২/২০২৪)