চলো, একবার ঘুরে আসি
ওই শিমুল তলার মাঠ থেকে,
চলো, এই মন পুড়ে আসি
সারা শরীরে প্রেম মেখে।
আজ যাবে কি আমার সঙ্গে?
প্রেম মাখবে কি সারা অঙ্গে?
এই ভেবে ভেবে রাত্রি নিদ্রাহীন...
রাজি হয়ে যাও মন হবে রঙিন॥
আমি যতবার রাজি করাতে গিয়েছি
পালিয়ে গিয়েছ তুমি,
মধু বাক্যতে হিয়া ভরাতে গিয়েছি,
মেপেছ হৃদয়ে ভূমি?
মন করেছ ব্যাথায় বিদ্ধ!
আজ করো গো এ মন ঋদ্ধ,
চাঁদনী এ রাতে সময় হয়েছে ক্ষীণ...
রাজি হয়ে যাও মন হবে রঙিন॥
(রচনাকাল:- ২৪/০৩/২০২৪)