হয়তো আবার আসবে, নতুন—
ভালোবাসার তিথি,
সাজবে আবার নতুন সাজে
হৃদয়-বনবীথি।
আমি তখন দুঃখ ভরা বুকে,
আঁধার রাতে একলা একা
কাঁদবো ধুঁকে ধুঁকে!
তুমি তখন প্রেম-সাগরে
ভাসবে যথারীতি।
অচিন দেশে নেবে তোমায়
ভালোবাসার তিথি॥
আমার চোখের অশ্রু ধারা
বুঝবে বালিশ খানা,
আলতো ছোঁয়ায় কাঁদতে তখন
করবে আমায় মানা।
তুমি তখন অন্য কারোর বুকে —
রাখবে মাথা, বলবে কথা
সত্যি আপন সুখে!
তখন তুমি বুঝবে কি আর
আমার পরিণতি!
তোমার কাছে আসবে নতুন
ভালোবাসার তিথি॥
আমার আকাশ ভরবে কালোয়,
তোমার জোৎস্না ভরা,
তোমার হিয়ায় নামবে যে বান,
আমার বুকে খরা।
আমি তখন তোমার স্মৃতির ভিড়ে —
ব্যাথার পাহাড় গড়বো সুখে
আমার হৃদয় নীড়ে,
সেই পাহাড়ের তলায় চেপে
মরবো যে ঠিক, সাথী!
বুঝবে কি তা? তোমার কাছে
ভালোবাসার তিথি॥
পথের ধুলায় লুটাবে, হায়!
আমার সকল আশা,
অপূর্ণ ঠিক থেকেই যাবে
আমার ভালবাসা।
কাচের মতো স্বপ্ন আমার ভেঙে—
চাঁদের আলোয় কারোর সাথে
রাত কাটাবে জেগে,
আমার দ্বারা রাঙানো আর
হবেনা এই সিঁথি।
থাকবে সুখে, আসবে নতুন
ভালোবাসার তিথি॥
(রচনাকাল:- ০৩/১০/২০২৪)