বন্ধু! তোমার লাগলে একা আমাকে দাও ডাক,
আমি এখন দেখছি মাঠে সন্ধ্যা-পাখির ঝাঁক।
            একা লাগে আমারও খুব,
            মায়ার মাঝে দিয়েছি ডুব,
আমার সাথে মায়াতে ডুব তুমিও পারো দিতে,
নইলে তুমি হৃদয় ভরে ডাকো একবার,'মিতে'॥…

তোমার ডাকে ছুট্টে যাবো, সমস্ত কাজ থাক,
আমায় তুমি হৃদয় ভরে দাওনা সখা ডাক।
            বিরহে আর থাকতে নারি,
             নিজের কাছে শুধুই হারি,
দু'চোখ যখন এক হয়ে যায় দেখি মুখের হাসি,
একবারও না বলতে পারি,'তোমায় ভালোবাসি'॥

নামবে আঁধার একটু পরেই, সূর্য রাঙা ওই,
আমার হাতে একটি কলম, 'গীতবিতান' বই।
            'গীতবিতান' আমার সাথি,
            পড়তে থাকি দিন ও রাতি,
সুরটি বাজে সন্ধ্যা-সকাল প্রেম-বিরহীর প্রাণে,
ডাকলে তুমি মন ভরিয়ে দিবো প্রেমের গানে॥

একটু পরেই দেখতে পাবো তারায় তারায় চাঁদ,
তারার সাথে চাঁদ তো আছে, মোর কী অপরাধ?
            সখা,যদি ডাকো এখন-
              শান্ত হবে বিরহী মন,        
থাকতে পারি সারাজীবন তোমার অপেক্ষাতে,
বন্ধু তুমি হৃদয় ভরে ডাকো একবার,'মিতে'॥…

                      (রচনাকাল:- ১৮/০৫/২০২৪)