ওগো প্রেমী কবি! প্রেমের সুরভী
কাব্যে দিচ্ছ ঢেলে।
প্রেমের পরাগে, কোন অনুরাগে
প্রতিবাদ ভুলে গেলে??
কবি মানে শুধু, প্রেমিকা ও বঁধু?
এতেই কি ডুবে থাকা?
সব গেল থেমে প্রকৃতির প্রেমে?
কলম গুটিয়ে রাখা।।
তুমি কবি হয়ে সবকিছু সয়ে
তবু কেন চুপ থাকো?
প্রতিবাদ কোথা? কেন নীরবতা?
স্বার্থ কে দূরে রাখো!!
স্বার্থের তরে যদি যাবে সরে,
লেখনী ধরেছ কেন?
শিরদাঁড়া বেচে প্রতিবাদ গেছে!
এটাই আজকে মানো॥
কবি তুমি তবে, প্রেমে থাকো ডুবে,
সমাজের নও তুমি।
পাওনা বাঁচিয়ে শাসকের হয়ে
চরণ টা যাও চুমি॥
কাঁদছে জননী, এ ঘোর রজনী
হৃদয়ে দেবেনা কাটা।
মসি কে শুকিয়ে লেখনী নেতিয়ে—
রেখে, শুধু চটি চাটা॥
তবু চুপ রবে? পাওনার লোভে?
দেখে অসহায় ছবি।
তবু বলি শেষে, বিদ্রোহী বেশে
আজ জাগো তুমি কবি!!
(রচনাকাল:- ২১/০৮/২০২৪)