চৈতালি দিন কত্ত রঙ্গিন!
কৃষ্ণচূড়ার ডালে—
আটকে গেছে আমার দুটি চোখ।
কিশোর মনে কোন্ কারণে
প্রেম যে আগুন জ্বালে?
প্রেমের এ মাস সবার ভালো হোক॥
মনে যে হয় দিগন্ত-ময়
প্রেমের আঁচল পাতা,
প্রেমের পরাগ মাখে রে আজ মন।
মনের মাঝে মাদল বাজে
এ মন যাবে কোথা?
চৌদিকে আজ লাগছে পলাশ বন॥
কবিরা আজ সমস্ত কাজ—
ফেলে, পাগলপারা,
প্রেমের মাসকে কাব্যে বাঁধা যায়?
সে তো উদাস, যেন বাতাস,
ছুটছে, বাঁধন ছাড়া,
শব্দ, ছন্দ সব যে নিরুপায়॥
প্রেমের মাসে দূর-বাতাসে
মহুয়ার সুবাস পেয়ে
মাদকতায় পাগল এ মন-প্রাণ।
দিন ফুরালে যায় সে চলে
বিদায়ের গান গেয়ে,
আসা যাওয়ায় থাক আবহমান॥
(রচনাকাল:- ১৬/০৩/২০২৪)