সমাজের এই দুর্দশা কবে যাবে?
সমাজে নেমেছে অমাবস্যার রাত।
জানি, ঠিক হবে নতুন সূর্যোদয়,
এসো ভাই-বোন হাতে রাখি আজ হাত।।

সন্তান মোরা একই মায়ের,তবে-
মিছে কেন সবে হানাহানি করে মরো।
সহোদর! তুমি কেন করো সঙ্কোচ?
গৃহহারাদের পাশে থেকে ছাতা ধরো।।

দু'মুঠো ভাতের জন্য যে দিবা-নিশি
ফুটপাথে বসে শুধু আঁখি জল মোছে।
দু'হাত বাড়িয়ে দাও তুমি তার দিকে,
পৃথিবীতে তারও বাঁচার ইচ্ছে আছে।।

যারা মাঠে মাঠে ফসল ফলিয়ে শেষে
সূর্যাস্তের পরে নিজ গৃহে ফেরে।
তারাই আসল স্রষ্টা জগৎ মাঝে
তুমি ছুটে যাও গির্জায়-মন্দিরে।।

বোধোদয় কবে হবে গো? মরণকালে!
তখন তোমার থাকবেনা কিছু করার।
এটাই সময় সবাইকে ভালোবেসে
হৃদয় তোমার শ্রদ্ধায় ভরে তোলার।।

বহু সাধনার ফলে এ ভারত ভূমে
পেয়েছি সাধের মানব জনম মোরা।
হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান
এক হই আজ ছুটে এসো সবে ত্বরা।।