এইতো ভীষণ ভালোই আছি
আকাশ কুসুম ভাবনা ভেবে,
ভাবনা ছেড়ে এ মন গেলে,
লেখার রসদ কে আর দেবে?

                    কখন কি সব ভাবতে থাকে
                    আমার সখের এ মন-পাখি,
                    ভাবনা গুলো লাগলে ভালো
                    খাতার পাতায় গুটিয়ে রাখি।

ভাবনা আমার এদিক ওদিক
করছে খেলা আপন মনে,
কুড়িয়ে নিতে খেয়াল খুশি
মন থাকে না ঘরের কোণে।

                     ভাবনা আমার ঝরতে থাকে
                     জোছনা রাতে খড়ের চালে,
                     পাই যেন তার স্নিগ্ধ পরশ,
                     অনুভূতির হাত বাড়ালে।

হাত বাড়াবো আর কতদূর?
ভাবনা আমার আকাশ ছোঁয়া,
একটু ভুলো হলেই ফাঁকি,
সব উড়ে যায়, পুরোই ধোঁয়া!

                     সেই ধোঁয়াকে বানিয়ে সাথী
                     ঠিক হানা দিই মেঘের কোলে,
                     অবাক চোখে তাকিয়ে দেখি
                     ভাবনা আমার দোদুল দোলে।
                                                          
ভাবতে আমার ভালোই লাগে,
কেউবা ব'লে এসব যা তা!
কল্পনা আর বাস্তবতার—
ভাবনা দিয়েই ভরবে খাতা।

(রচনাকাল:- ২৪/১০/২০২৪)