হৃদয়ে আমার বর্ষা নেমেছে
বিকেল বেলা,
তাই ভুলে গেছি 'বন্ধুমহল'-এ
ক্রিকেট খেলা।
অনুভূতিতে-ই বর্ষা পেলাম
হৃদয় মাঝে,
পড়ল ভাটা আমার নিত্য
দিনের কাজে।
সবাই যখন তপনের তাপে
ঘামছে জোরে,
হৃদয়ে আমার রিম-ঝিম-ঝিম
বর্ষা ঝরে।
মনে হয় যেন, বর্ষা দিয়েছে
প্রেমের ছোঁয়া,
জীর্ণ বেদনা বর্ষার জলে
যাচ্ছে ধোয়া।
কী আর বলব? হৃদয়ে এখন
শান্তি প্রচুর,
হৃদয়-গগনে মাঝে মাঝে করে
মেঘ গুড়গুড়।
ভয়েতে আমার হৃদয় তখন
কাঁপতে থাকে,
অনুভূতিগুলো বর্ষায় ভিজে
জল-কাদা মাখে।
দাবদাহে জ্বলে দীর্ঘ জীবন-
সাধনার ফলে,
বর্ষার জলে নদী হয়ে যাক
হৃদয়ের কূলে।
ঝরতে থাকুক হৃদয়ে বর্ষা
জীবন জুড়ে,
মনে হয় যেন, আমি এসে গেছি
অচিনপুরে।
(রচনাকাল:- ০১/০৫/২০২৪)