মাতৃভাষা বাংলা আমার
কিনা দারুন লাগে!
যেখানে যাই বাংলা কে পাই
রাগে অনুরাগে।
এই ভাষা টি শুনেছিলাম
প্রথম মায়ের মুখে,
আজ একুশে শ্রদ্ধা জানাই
এই বাংলা ভাষাকে।
হৃদয়ে মোর চির অক্ষয়
রবে গো এই ভাষা,
নানান ভাষা থাকলেও মোর
একেই ভালোবাসা।
রক্তে মিশে আছে আমার,
বাংলা মায়ের দান,
জীবন দিয়ে রাখবো আমি
বাংলা ভাষার মান।
এই ভাষাতে লিখে গেছেন
কত লেখক কবি,
বিদ্যাসাগর-নজরুল আর
শরৎ-মানিক-রবি।
তাঁদের মহান সৃষ্টির মাঝে
রবে চির অক্ষয়,
আজ একুশে বলো সবাই-
'বাংলা ভাষার জয়'।

(রচনাকাল:- ২১/০২/২০২৪)