সেদিন তুমি দাঁড়িয়ে ছিলে
সিঁড়ির ঘরে আমার অপেক্ষায়,
বুঝেছিলাম অবাক হয়ে,
তোমার চোখের আলতো ইশারায়।
তবুও আমি যাইনি কাছে,
এতেই ভালোবাসা বাঁচে,
আমায় তুমি সত্যি বাসো ভালো?
খুঁজবে আমায় অনুভবে,
নয়ন বুজলে আমায় পাবে,
তাতে-ই ভালোবাসার প্রদীপ জ্বালো॥

অনুভবেই চূড়ান্ত সুখ,
তার থেকে আর গভীর কিছু নেই,
কাছে গেলেই আবেগ মেশে,
সব ফিকে হয়, হারায় অচিরেই।
আলোকবর্ষ দূরে'ও থেকে,
ভালোবাসার পরাগ মেখে–
হৃদয়–মাঝে ফুল ফুটিয়ে তোলো।
ফুলে হাজার ভ্রমর এসে
বসবে যখন ভালোবেসে,
তখন ভালোবাসার প্রদীপ জ্বালো॥

এমনি করে ভালোবেসে
পারবে দিতে সুখ-সাগরে ডুব?
আমায় কাছে নাইবা পেলে!
সত্যি বলছি, তৃপ্তি পাবে খুব।
না যদি হয় এসব কিছু,
হাঁটো পরিস্থিতির পিছু,
আমায় তুমি এক্কেবারে ভুলো।
আর, না পারো ভুলতে যদি —
কাঁদতে থাকো, গড়ো নদী,
অশ্রু দিয়েই তখন প্রদীপ জ্বালো॥

(রচনাকাল:- ০২/১১/২০২৪)