এই তো ভিষণ ভালোই আছি
সর্ব-সুখের অঙ্গনে!
আনন্দ-সুর যায় বেজে যায়
আমার হৃদয় স্পন্দনে।
যেদিন এলাম এই আঙিনায়,
কোন শতদল ফুটলো হিয়ায়!
এমন জীবন আর পাবোনা
এ বিদ্যালয় ছাড়া,
বিদ্যালয়ের নাম যে আমার—
সামসারা পাটপাড়া॥

স্যার-ম্যাডাম'ও মনের মতো,
হয়তো একটু যান রেগে,
তাঁদের দেওয়া আদর্শ সব
মনের মাঝে থাক জেগে।
এমনি করেই সারাজীবন
ভরে থাকুন এই তনু-মন,
চলার পথে সেই আদর্শে
জীবনটা হোক গড়া,
বিদ্যালয়ের নাম যে আমার—
সামসারা পাটপাড়া॥

পাঁচ-মিশালি বন্ধু আছে
ভালো মন্দ সবরকম,
কখন দেখি শান্ত যে খুব,
কখন আবার এটমবোম!
তাদের হাতে হাত মিলিয়ে—
সময় দারুন যাচ্ছে বয়ে,
সামনে থাকা পুকুরটাতে
আনন্দে ঢিল ছোড়া,
বিদ্যালয়ের নাম যে আমার —
সামসারা পাটপাড়া॥

চারটা ঘন্টা পড়ার পরে
যাই যে ছুটে ক্যান্টিনে,
নানান রকম খাবার আছে
ইচ্ছে মত নিই কিনে।
মিড ডে মিলে কেউ গিয়ে খায়,
ডাল ও ভাতে মন ভরে যায়!
তারপরে ঠিক সবুজ মাঠে
খেলতে যাওয়ার তাড়া,
বিদ্যালয়ের নাম যে আমার—
সামসারা পাটপাড়া॥

বলবো কি আর, শেষ হবেনা,
যতই করি বর্ণনা,
এ যে আমার মনের কথা
মোটেও নয় জল্পনা।
পরের জন্মে মানুষ হলে,
আসি যেন ঠিক এ কোলে,
মায়ের কোলের সুখ এখানে,
সোনার চাইতে বাড়া,
বিদ্যালয়ের নাম যে আমার—
সামসারা পাটপাড়া॥


     সামসারা পাটপাটা হাইস্কুল (উঃমাঃ) আমার প্রাণের বিদ্যালয়কে নিয়ে লেখা কবিতা।
               (রচনাকাল:- ২২/১২/২০২৪)