দূর থেকে দূরে, আরও দূরে...
অলৌকিক জনপদে;
একটু ভালোবাসা চাই!
যেখানে সীমান্ত তোমার-
আমার আর ভালোবাসার
এখনও গড়ে উঠে নাই!
একটু ভালোবাসা চাই!
পাইনি একমুঠো রেণু-কণিকাও তাঁর
চাই, আবারও চাই
বাঁধ ভেঙেছে যেখানে আকাঙ্ক্ষার।
কে তাঁরে রোধে—
সীমাহীন ক্রোধে?
অবিনশ্বর ঐশ্বরিক এ চাওয়া!
হিসাব নিকাশ নাই,
লাভ ক্ষতি আছে যা-ই
সবটুকু মনে করি পাওয়া!