তোমার জন্য আমার যাবজ্জীবন অপেক্ষা...
ফুরাবে, তুমি চাইলেই ফুরাবে!
একবার ডাকবে, এই আশায় পথ চেয়ে বসে আছি!
উৎপাত যদিও বন্ধ করেছি
বার্তা পাঠিয়ে বিরক্ত করছি না তোমায়;
তবুও, বন্ধ তো করিনি হৃদয়ের দ্বার!
তুমি একদিন ডাকবে—
এই আশায় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি!
কবে শেষ হবে এই অপেক্ষাদণ্ড?