আমি মুসলমানের ছেলে—
আমি প্রচণ্ড মুসলমান!
আমি শূদ্র;
নমঃশূদ্র আমার জিনে
আমি কায়স্থ ক্ষত্রিয় বৈশ্য!
আমি মৌলভী আমি ব্রাহ্মণ।
আমি বৌদ্ধ পার্সি খ্রিষ্টান!
আমি হযরত আমি শ্রী!
আমি—
আর্য দ্রাবিড় সংকর!
আমি বাঙালি আমি বদ!
আমি বেদুঈন আমি দেশী!
আমি বিধাতার পাপী বান্দা
আমি যাযাবর পরদেশী!

আমি মানুষ, বিবেক আমার অস্ত্র!
রক্তে আমার ধর্ম!
আমার ধর্ম লাল-
আমার দেহে মাংসে আবৃত
মানুষেরই কঙ্কাল!

আমি সুরতে মানুষ
লেবাসে মানুষ, মানুষ—চিন্তায়!
আমি দুঃখে মানুষ, সুখে মানুষ
প্রাসাদে, রাস্তায়!

রক্তে মানুষ, বর্মে মানুষ
মানুষ আমি কর্মে!
নখ থেকে চুল মানুষ আমি
মানুষ আমি ধর্মে!