যদি প্রিয় হতে না পারি
তবে অপ্রিয় করে রাখো আমায়!
সবাই কি সবার প্রিয় হতে পারে?
পারে না! আমিও পারিনি!
আমাকে অন্তত—
অপ্রিয় করে রাখো!
কিছু একটা হতে চাই!
কিছু একটা হতে দাও!
কিছু না হওয়ার চেয়ে এ যে ঢের ভালো!
ভালোবাসা না দিলেও,
দিও বুক ভরা ঘৃণা—
প্রিয় যদি না হই—
দিও তবে "অপ্রিয়" খেতাব!
কিছু তো পেলাম
কিছু একটা হতে পারলাম—
এই ভাবনায় কেটে যাবে সময়!
তবুও অবজ্ঞা করো না,
এমনভাবে এড়িয়ে যেও না—
যাতে মনে হয় আমি ছিলাম না কোনোদিন!
এমন গুরুদন্ড আমাকে দিও না!