ভোরের সৌরকিরণে প্রভু
উষ্ণতা মাখা; দিয়েছো আহ্লাদ!
আলো পাঠিয়েছো ১৫ লক্ষ কিলোমিটার দূরের
বিস্ময়কর জ্বলন্ত গ্যাসপিন্ড থেকে!
কী মহব্বত তোমার!
তোমার জন্য মাবুদ, ৫ সেকেন্ড খরচ করিনা দিনে!
তোমার আলোক কণাগুলোকে তুমি ৫০০ সেকেন্ড উড়িয়ে এনেছো;
এই নাফরমানের অপবিত্র বদনে উষ্ণতা দিতে?
প্রভু; বড় আজব জায়গায় আছি!
দুনিয়া নামের এই গ্রহে বড় কড়াকড়ি!
বড় হিসাবি তোমার বন্দা'রা!
তোমার গুনাবলী তারা পায় নাই মাবুদ,
তারপরও নির্লজ্জের মতো নাম রাখে বেছে বেছে
আসমাউল-হুসনা!
তোমাকে খোদা ডাকলে রাগে, ঈশ্বর ডাকলে রাগে
ভগবান ডাকলে তো আর রক্ষা নেই!
আসমাউল-হুসনার বাইরে তোমাকে ডাকার এখতিয়ার কি তুমি রদ করেছো?
কেন তবে তোমাকে—আমার দিল দিয়ে ডাকতে পারিনা মাবুদ?
মানুষ নামের অদ্ভুত প্রাণীগুলো তোমার সৈনিক হয়ে তেড়ে আসে বারবার, তুমি তো তাদের এ অপযুদ্ধের কমান্ডার নও!
কে দিলো তাদের এ যুদ্ধের ফরমান?
তোমার এশকে ডুবে, বড় বিপদে
এ নাদান—নাফরমান!