কষ্ট পেয়ে, নষ্ট হবো ইচ্ছে মতো আমি,
নষ্ট আমি, আমার কাছে বড্ড বেশি দামি।
নষ্ট হৃদয়, নষ্ট এ চোখ, নষ্ট চোখের জলও,
নষ্ট হলাম, তাতে তোমার কী যায়-আসে বলো?

ভালোবেসে ভুল যদি হয়, হোক সেই ভুল আবার,
ভুলের মাশুল দিতে হবো, নষ্ট শতবার।
নষ্ট হৃদয়, নষ্ট চোখের আলোক তুমি থাকবে,
নষ্ট আমার ভালোবাসা, তোমার মান তো রাখবে?

তুমি তবু জিতে যাবে, আমি চাই হার,
দিবো প্রিয়, তোমার গলে জয়ের মণিহার।

জানি না কার হার হলো আর কার বা হলো জয়,
আমি তবু মেনে নিলাম আমার পরাজয়।
তুমি হয়তো জানো নাকো, আমার লক্ষ্য হারা!
আমার আকাশ জুড়ে তুমি একলা ধ্রুব-তারা!