ভালো আছো রাত্রির চাঁদ?
এই বিপদসংকুল রাতে, ধবল প্যাঁচার স্বর শুনে;
জানি, জেগে উঠেনি তারা!
কারও কোনো ভ্রুক্ষেপ নেই!
চায়নি মুক্তি পেতে, সংগ্রাম করে;
পেরিয়ে এ সাহারা!

ভালো আছো রাত্রির চাঁদ?
নিবিড় আসক্তির ঘুমে অবচেতন;
ব্রহ্মাণ্ডের পরে কোনো দায়
স্বীকার করেনি যারা।
পূরণ হয়েছে শুধু,
করতে চেয়েছে বলে স্বার্থপর; তাদের
আপন ইচ্ছারা!

ভালো আছো রাত্রির চাঁদ?
তোমার আলোয় আজ খসে যাবে
ধরণীর জীবন্ত রঙ, শুকিয়ে যাবে
রঙের ফোয়ারা!
প্যাঁচা এলো গর্তের কাছে,
ঘুম ভেঙেছে তার; ন্যাংটি ইঁদুর
বাড়ে আরেকটি আকাশের তাঁরা!
ভালো আছো রাত্রির চাঁদ?
নির্বিকার হয়ে আছো তুমিও?
কেমন করে পারলে, বলো!
ঘুমন্ত এই মৃত্যুপুরীতে
সমাজ নামের এই নৃশংস সমাবেশে
কেন ছড়ালে আলো?