আমাদের প্রাণে শিকল ভাঙার গান
নিয়তে সত্য, আদর্শিক স্লোগান!
শিকল কোথায়? শরীরে নাকি সে মনে?
খুঁজেছো বেকুব একটু সঙ্গোপনে?
ভাঙছো মূর্তি নিষ্প্রয়োজন,
কুঠারে রূহানি জোশ!
ভাঙতে পারো না মগজের মূর্তি;
যে করেছে তোমারে বেহুশ?
নাই নাই তার ক্ষুদ্র প্রয়াস,
তুমি ডানপিটে দুর্নিবার!
মগজে তোমার খোদাই করে,
লিখেছো ''অন্ধকার"!