পৌষের সন্ধ্যায় জাগে, স্মৃতির কোমল,
কত স্মৃতিকণা জাগে, আজি বিরহের
বইছে জলের মতো, স্মৃতি কলকল
হৃদয়ে জ্বালে জোনাক, এ সন্ধ্যা পৌষের!
কত কিছু মনে পড়ে, কত শত ছলে।
মনে পড়ে তার মুখ, গলে পড়া নূর
লিলিথ আফ্রোদিতি না! সে সাক্ষাৎ হূর!
তার কথা বলে যায়, স্মৃতি দলে দলে।
নিশির শিশিরে চড়ে, এ সন্ধ্যা ফুরোয়!
নির্ঘুম কাটবে এ নিশি, তবু নেই ক্ষতি।
তোমার মুখশ্রী আজি, করেছি আশ্রয়
পৌষ হিমে ঢেলে দেয়, সে উষ্ণতা; অতি
আবার চেনা রাগিণী! হয় তার ক্ষয়।
কী করুণ সে রাগিণী, জানে এই রাতি!