কেউ একজন থাকার কথা ছিল,
কথা ছিল ভালোবাসার!
চুক্তিপত্র কাগজে লেখা হয়নি,
লেখা হয়েছিলো দুটি হৃদয়ে।
আজ শুধু আক্ষেপ থেকে গেছে!
কেউ একজন কথা রাখেনি!

অপেক্ষা আর কতো করা যায়?
কত শীত এলো-গেল,
কত কুয়াশায় ভরলো হৃদয়ের মাঠ।
অথচ, কেউ একজন জড়িয়ে ধরার কথা ছিল!
ভোরের কুয়াশা মেখে হাত ধরে
একসাথে অনেকটা পথ হাঁটার কথা ছিল!
কথা রাখেনি!
কেউ একজন কথা রাখেনি!