ঘৃণা জেগে রয়, জানি বহুকাল,
ভালোবাসা শুধু ঝরে পড়ে ক্ষণে!
হৃদয় গভীরে হিম জমা ঘরে
প্রেম উঁকি দেয়, আসিয়া গোপনে...

উষ্ণ এ প্রেম, ফিরে যায় শেষে,
কড়া নেড়ে তাঁর বন্ধ দুয়ারে!
সেই উষ্ণতা কেটে গিয়ে ধীরে,
হিমের পরশ জড়ায় আমারে!

যে হৃদয়হীন, তারে কেন তুমি
এতো ভালোবাসো, হে বেহায়া মন?
তোমার ব্যথায় ব্যথিত হয়ে ঐ,
অঝোরে কাঁদছে গোলাপের বন!