★রুবাইয়্যাৎ★

দেখলেনা হায়, রক্ত প্লাবনে জমাট-রক্তপিণ্ড
দিয়ে গেলে শুধু একতরফা, পাপের গুরুদণ্ড!
দেখোনি শুকিয়ে সমীরে বিলীন এই দু'চোখের জল
যেই জলেতে লেখা ছিলো প্রেম; প্রচুর—প্রচণ্ড!