রক্তের রঙে রাঙা পথঘাট
গুম, খুন—বেশুমার
নকশিকাঁথার আড়ালে গেঁথেছো
নকশা এ হত্যার!
চমৎকার এক শিল্পী তুমি,
অবাক করলে অবাক!
একা নও তবু, হত্যাযজ্ঞে
শামিল তীর্থের কাক।
গোলাম শুনেছে মনিবের ডাক,
নুন খেয়ে সে যে ঋণী!
জনতার ঋণ দেশের তরে
ভেবেছো, মনে রাখিনি?
রেখেছি বলেই শুনেছি সেদিন
বিবেকের আহ্বান,
আমজনতার কলমে তাইতো
লিখেছি অভ্যুত্থান!
বিনিময় নাকি প্রতিক্রিয়া?
আমি বলি তারে দান।
আমজনতার কলমে সেদিন
লিখেছিলাম অভ্যুত্থান!