জাতের কলে পিষে মরলেও জাত নিয়ে কেন বড়াই করো?
জাত-পাত নিয়ে ভেদাভেদ করে কোন সওয়াবের ভাণ্ডার ভরো?
জন্মের কালে কী জাত ছিলে? কী জাত হবে মরণের কালে?
সব মানুষের রক্তস্রোতে কোন সে জাতের চিহ্ন মিলে?
সব মানুষই এক সত্তার গড়া, স্রষ্টা ভিন্ন নয়!
তাহলে তার সৃষ্টির মাঝে ভেদাভেদ কেমনে রয়?
জাত-পাত সব মিথ্যা জেনো, জাত বলে কিছু নাই;
একই সে জাত তোমার-আমার অবিরাম বলে যাই!
শুনো; জাতের বিড়াল, জাতের শিয়াল—সাম্প্রদায়িক গোড়া
মানুষ থাকবে সবার আগে! জাতের পাতের নাই পরোয়া!
যারা জাতের লেবাসধারী, তাদের লেবাস ছিন্ন হোক;
মানুষ আজকে মানুষ হয়ে, জাত শিয়ালের লেজ কাটুক!