চিন্তা আমার পেট্রোল বোমা, বিবেক আমার বল
কলমে আমার যুক্তির কালি, মানুষ আমার দল!
সমাজ আমার ভাঙানৌকা, কলম হাতিয়ার।
লক্ষ্য খর-স্রোতা নদীর বিপরীত জ্ঞান-পাড়!