তোমাকে চেয়েছি প্রতিটা অনুভবে,
দ্রোহে, প্রেমে, বিরহে, বিপ্লবে, হাসিতে, কান্নায়!
তোমাকে চেয়েছি দুঃখে, আনন্দে, স্মৃতিতে, সুখে, বেদনায়!
সময়ে-অসময়ে; তোমাকে চেয়েছি
পূর্ব থেকে পশ্চিমে,
উত্তর থেকে দক্ষিণে,
নৈঋতে, বায়ুতে, অগ্নিতে, ঈশানে...
তোমাকে চেয়েছি এই জীবনে!
তোমাকে চেয়েছি হৃদয়ে আমার!

তোমার অবজ্ঞার তেজে ক্ষয়ে যাচ্ছে হাড়,
ভেঙে পড়ছে মেরুদণ্ডের কশেরুকা,
কমে যাচ্ছে চোখের জ্যোতি...
বিলীন হয়ে যাচ্ছে মগজে জমা সভ্যতার ধুলো-কালি!
গলে পড়ছে মাংস, শিরা, উপশিরা...
ছিঁড়ে যাচ্ছে স্নায়ুকোষের মধ্যকার বাঁধন!

ঢের হলো! যদি তারপরও জিজ্ঞেস করো
কতটুকু ভালোবাসি...
বলবো,
পৃথিবীর সব ভালোবাসা যদি জড়ো করে তোমাকে দিতে পারতাম, তাহলে সার্থক হতো এই জীবন!
কিছু তো দিলে, হোক না সে অবজ্ঞা কিংবা অবহেলা!
তোমার থেকে কিছু তো পেলাম,
আজন্ম ঋণী করে দিলে...

অবশিষ্ট জীবনে সব ঋণ ভালোবাসা দিয়ে শোধ করতে চাই!
গ্রহণ করবে?