তোমার নামে গুনগুনিয়ে দুরুদ পড়লে ধীরে,
হৃদয় আমার উড়ে চলে যায় দূর মদিনার পাড়ে।
আমি যদি পাখি হতাম, ভর করে মোর ডানায়,
উড়াল দিয়ে চলে যেতাম তোমার মদিনায়।
উম্মতের এই অধমে চিনো, চিনিও গুনাহগারে,
তোমার পথের ধুলা তুমি মাখিয়ে দিয়ো তারে।
তোমার নূরের আলোক তুমি দানিয়ো দুহাত ভরে,
অজস্রবার দুরুদ নবী, দুরুদ তোমার তরে।
চিনিও রাসূল আমারে, তুমি রাখিও কাউসারে,
অজস্রবার দুরুদ রাসূল, দুরুদ তোমার তরে।
শাফায়াতে তোমারে ছাড়া পাবো আমি কারে!
অজস্রবার দুরুদ হাবীব, দুরুদ তোমার তরে।