বাঁশির সুরেতে ডুবিছে জগৎ, ময়ূরপুচ্ছ নৃত্যে,
কৃষ্ণ কৃষ্ণ যমুনার পাড়ে—মনিব থেকে ভৃত্যে।
এ সুর আজি সকলের হৃদে জাগায় পূণ্য প্রেম,
স্বর্গ, মর্ত্য, অসুরে, মানবে—সুরেতে জাগেন শ্যাম।

বৃন্দাবনের আকাশে-বাতাসে সুধা হয়ে ঝরে সুর,
শুনিয়া শুনিয়া মানুষ হলো সে, পূর্বে ছিলো যে অসুর!
দেবকীর ঘর আলো করে তুমি আসিলে যেদিন ধরায়,
উজিলো জগৎ; সেই আলোতে যে আলো হৃদয়ে ছড়ায়।

যার প্রাণে তুমি দিলে প্রেম-সুধা, সেই তো ভাগ্যবান,
যে চিনিছে তোমারে কৃষ্ণ, চিনিছে সে ভগবান।
ছড়াও তোমার আশীর্বাদের সুর এ জগৎ ভরে,
আমার সকল প্রেম; কৃষ্ণ, তোমারে লক্ষ্য করে!