কতদূর হাঁটা যায়—একাকী?
এক নিষ্ঠুর সত্যকে বয়ে নিয়ে—
কতদূর?
জানো, কতদূর হেঁটেছি আমি?
যতদূর হাঁটতে পারলে মোহ—
প্রেম হয়ে যায়!
যতদূর হাঁটতে পারলে—
মনে হয় পেয়েছি তোমাকে!
যতদূর হাঁটতে পারলে মনে হয়—
মন্দ নয়, সারাজীবন হাঁটতে পারি!
তাঁরপরও বলবে—মোহ?
এই অপমান যে সইতে পারি না!