আগলে রেখেছি কেশের সুরভি,
তুমি তবু নেই কাছে!
দূরত্ব বেড়েছে দিনে দিনে
তবু; ভালোবাসা বেঁচে আছে!
প্রতিশ্রুতি কবে মরে গেছে!
ঝরে গেছে সাক্ষী বকুল—
পাল ছিঁড়লে'ও—প্রেম-জাহাজের;
অক্ষত আছে মাস্তুল!
মুছে দেবে কেমন করে?
কালিতে লিখিনি তোমার নাম!
হৃদয়ে লিখেছি বলেই পেলাম—
দখলদারির এই বদনাম!
কেঁড়ে নিতে চেয়ো না সুরভি,
থাক সে আমার কাছে; যত্নে
সাজিয়ে রাখব তারে আমি
হৃদয় গভীরে প্রেম-রত্নে!