ততটা পারিনি আমি, যতটা পেরেছে মানুষ।

আমি যেন ডাঙায় খাবি খাওয়া মাছ, যার কানকো বেয়ে
অল্প অল্প করে গড়িয়ে পড়ছে রক্ত!

আমার চোখেমুখে একশো-একটা ভয়,
শিকারির জালে ধরা পড়া বনবিড়ালের মতো আমি ভয়ে কুঁচকে আছি!

আমার মস্তিষ্ক জুড়ে অনিশ্চয়তার ধুলো...
বৈশাখের বিজলি চমকানো দিনে, খোলা মাঠে রাখালের জীবনের মতো অনিশ্চিত; জীবন আমার!

আমি যেন জং ধরা ব্রিজের ইস্পাত, অল্প অল্প করে ক্ষয়ে যাচ্ছি।

আমি তীরের দিকে ধাবমান সামুদ্রিক ঢেউ, নিজের বিনাশের প্রবল সম্ভাবনা নিয়ে আছড়ে আছড়ে পড়ছি।

আমি কণ্ঠহীন ডানা ভাঙা পাখি.....
আমি দিনশেষে—
মানুষ!
তবুও, ততটা পারিনি আমি, যতটা পেরেছে মানুষ!
ব্যর্থতার শীল কে মারলো আমার পিঠে?