মানুষের তরে বাঁচো কমরেড
মরো মানুষেরই জন্য!
মানুষের পাশে দাঁড়ালে তবেই
জীবন হবে যে ধন্য!

এখনই সময় চিন্তালোকের
বদ্ধ দুয়ার খুলো!
মানুষের সাথে মানুষের; তুমি
ভেদাভেদ এবার ভুলো!

জন্ম থেকে জন্মান্তরে; বাচবে—
মানুষ পরিচয়ে!
বাকি সব ভুলে বলিয়ান হও
এ দৃঢ় প্রত্যয়ে!

মজুর থেকে রাষ্ট্রনায়ক
মানুষ মানুষই চাই!
সকলের মাঝে একই আত্মা,
কোনো ভেদাভেদ নাই!