জেনেছি মানুষ পারে নি
হেরে গেছে নিভৃতে-নীরবে।
ক্ষয়ে গেছে ধীরে; আরও ধীরে
জীবনের নিষ্ঠুর-নির্মম উৎসবে!
জেনেছি মানুষ বাঁচে অবহেলা নিয়ে
যেমনটা দিয়েছে একজন।
জেনেছি দুঃখ নিয়ে ঝরে গেছে হঠাৎ
ঝড়ে ঝরে যায় বৃক্ষ যেমন....
জেনেছি এ জীবন তুচ্ছ
নির্বোধ শিশুর হাতের খেলনার মতো;
ভেঙে যাবে কাঁচের পুতুল!
কেউ জানিবে না,
তুলো হয়ে ঝরে গেলো
কবে সে শিমুল।
জানিবে যেদিন, সেও জানিবে জানি
অবাক আল্পনা মেখে চোখে।
সোনালি ডানার চিল ভিড়বে না বন্দরের রোদে,
বিষাক্ত তীর নিয়ে বুকে...
ঝরে গেছে আকাশের নীলিমা নিয়ে
বৃক্ষ, কাঁচ, পুতুল, দুঃখমানব!
ঘৃণার নুপুর পড়ে নৃত্যে-নৃত্যে
দেখিবে সেদিন ঝরা বৃক্ষ, কাচ, রক্তমাখা শব!