আমি বড় হই মৃত্যুর প্রয়োজনে।
বোধহয় জন্মের প্রয়োজনে ছোট হতে হয়েছিল!
কত দিন যায়, জীবনের ধ্রুব গতিময় তরী বেয়ে চলি।
জীবন জলের উপর আঁকি সুবর্ণরেখা,
আঁকি কালো আকাশের ছবি!
দেখি মুখভার রমণীর মতো অভিমানী মেঘ, অভিমানী রূপসী আকাশ!
দেখি পারট্রিজের ঝরা পালক, আমার দিকে ব্যথাতুর দৃষ্টিতে চায়।
আমার ভুল আমি জানি না!
অদেখা গন্তব্যের পানে তরী ছুটে,
তারে থামানোর সাধ্য আমার নেই, নেই ইচ্ছাও!
থামলে সে তরী ডুবে যায়।
আমার ডুবে যাওয়ার বড্ড ভয়, সাঁতার জানি না।
ফেলে আসা পথের কথা ভেবে ব্যথা পাই।
কাহার বিয়োগব্যথা মাঝে মাঝে মনে পড়ে!
কাকে ভালোবাসতাম তাও তো জানি না,
তবু কেন ব্যথা পাই?
তরী বেয়ে চলি, তবু ভ্রমণের স্বাদ
কেন যে হারাই—
জানি না!