আমি স্বদেশী রেনেসাঁর স্বপ্নে বিভোর
মৌন বিপ্লবী!
রক্তে আমার টগবগ করে স্লোগান!
তবু, বৈকালের ঠান্ডা জলের সাথে
আমার হিম চেহারার তাপমাত্রিক পার্থক্য বের করা সহজ নয়!
আমার সরল উপস্থিতিতে
যদি ভেবে থাকো, আমিও তোমাদেরই লোক, সহজেই দলে ভিড়াবে আমায়;
তবে জেনে রেখো;
মাঝে মাঝে আমাকে দেখলেও পড়তে হয়—
"আঊযুবিল্লাহি মিনাশ শাঈতানির রাজিম"।