আমার একরোখা অসামাজিক প্রেম!
অবিশ্বাসের স্বর্ণশস্য তোমার পায়ের নীচে পিষে ফেলেছো!
গণতান্ত্রিক পদ্ধতিতে বাতিল করে দিয়েছো ভালোবাসা!
আদি থেকে অন্তিমের মাঝে যে সোনালী সময়,
আমাদের পরিচয়—
আজ গনতান্ত্রিক-সামাজিক বৃষ্টিতে ভিজে মুছে যাচ্ছে!
আমি একুল-অকুল দৌড়ে একটি ছাতাও জোগাড় করতে পারি নি!
তুমি চাইলেই ছাতা হতে পারতে।
হও নি!