এ কেমন কান্না, মা'গো? এমন রৌদ্র-দিনে!
কোন পাষানেরে বেধেছিলি তুই, কেমন জন্ম-ঋণে?
এ কেমন আত্মহত্যা, নবজন্মের ও'ক্তে?
মৌমাছি কেন খেলছে হলি, সরিষা ফুলের রক্তে?