তোমাকে চাইছি প্রতিটা অনুভবে!
সময়ে-অসময়ে;
তোমাকে চাইছি—
পূর্ব থেকে পশ্চিমে,
উত্তর থেকে দক্ষিণে,
নৈঋতে, বায়ুতে, অগ্নিতে, ঈশানে...
তোমাকে চাইছি এই জীবনে আমার!
কালবৈশাখী ঝড়ের উদ্দাম হাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে,
আমি এক উঠতি মহিরুহ!
মাথা তুলে দাড়িয়েছি বলে
উপড়ে পড়ার জোগাড়!
এই সামাজিক ঝড়ের কবলে পড়া বৃক্ষ,
আমি; শেষ শিকড়টুকু যতক্ষণ অক্ষত আছে,
ততক্ষণ তোমাকে চাইবো!
পাই বা না পাই, তুমি আমার.....
যদি ঝড়ে ভেঙে পড়ি
আমাকে জ্বালিয়ে তুমি রেধে নিও ক্ষীর
তোমারই উনুনে.....