মানুষ সবই বয়কট করতে পারে, নিজেকে ছাড়া!
অথচ আমি—
তোমার মোহে পড়ে নিজেকে বয়কট করেছিলাম!
যেদিন তুমি চলে গেলে, মোহটুকু নিয়ে;
সেদিন জানলাম, আমি আর বেঁচে নেই!
নিজের নিষ্ঠুর অপমৃত্যু কেবল আত্মহত্যা হয়ে এসে
আমাকে উপহাস করে,
কেবল—উপহাস করে!
আজ আমার আর সাধ্য নেই, তাঁকে বয়কট করার!