পাখি নীড়ে ফিরে যাও
ফিরে যাও তোমার সঙ্গীর কাছে!
এই গোলকধাঁধায় যে প্রেম খুঁজে ক্লান্ত হয়েছো,
একমাত্র তার কাছে সেটা আছে!

পাখি নীড়ে ফিরে যাও,
এখানে ভালোবাসা, লভ্য নয়!
আর কেউ তোমাকে ভালো বাসবে না
তার মতো; আর কার আছে এমন হৃদয়?

মরুভূমির মাঝে তুমি খুঁজো না আর জল
মোহের মরীচিকার পেছনে ছুটো না তুমি আর!
পাখি নীড়ে ফিরে যাও,
শোধ করো ঋণ, অকৃত্রিম ভালোবাসার!