পৃথিবীতে বিশুদ্ধ ভালোবাসাই দূর্লভ!
আজকে আমি গভীর বিস্ময়ে টের পাই
তোমারে একদিন আমি প্রচণ্ড ভালোবেসেছিলাম!
তুমি তার বিনিময়ে দিয়েছিলে ঘৃণাভরা প্রত্যাখ্যান।
তাঁকে আমি যত্ন করে সাজিয়ে রেখেছি হৃদয়ের হিমঘরে,
এ বিচিত্র ভুবন মাঝে সে আমার পরম পাওয়া!