পারলো না সে বাসতে ভালো
পড়লো শুধু ভালোবাসার ব্যাকরণ,
দেখলো না সে ভালোবাসার আলো
শুধু করেই গেলো বিশ্লেষণ।
ভালোবাসতে হৃদয় লাগে সাগর গভীর
থাকে যেথায় রত্ন মানিক ভরা,
প্রেমের খাতায় করলে হিসাব লাভ ক্ষতির
সে হৃদয় জানবে শুধুই খরা।