এই যুগে সব কিছু বেচা কেনা চলে
দয়া বলো মায়া বলো, টাকা কথা বলে৷
সুখ খুঁজো হেথা হোথা, কোথা পাবে সুখ
পেতে পারো সুখ, যদি লোকে দাও দুখ৷
প্রেম প্রীতি পেতে পারো থাকে যদি টাকা
টাকা ছাড়া কলি যুগে সব কিছু ফাঁকা৷
মনে শুধু বিষ ভরা ঘৃণা হিংসা দ্বেষ
তবু ওরা বোঝে নাকো কবে হবে শেষ৷
অর্থ লোভে পাপে মত্ত স্বর্গ বহু দূর
কাম ক্রোধ লোভে ডুবে হয়ে থাকে চুর৷
ভ্রষ্ট যুগে কোনো কিছু পাবে নাকো খাঁটি
কেন সব ভুলে যায় মৃত্যু পরে মাটি৷
স্বর্গ যদি চাও কিছু দান ধ্যান করো
মোক্ষ পেতে চাও যদি পুণ্যে ঝুলি ভরো ৷