অভুক্ত পেট আকাশ পানে চেয়ে
গায় স্বাধীনতার গান!
সাম্যবাদের মন্ত্র পাঠে
ধর্ম, জাতির অস্ত্রে দেয় শান!
ভ্রষ্টাচারীর বিজয় স্তম্ভে
সত্যের জয় লেখা,
উন্নয়নের পরাকাষ্ঠা
ঝুলিতে যায় দেখা!
চাপা পড়ে ধর্ষিতার আর্তনাদ
ক্ষমতার জয়ঢাকে,
লুণ্ঠিত প্রজা ভাগ্যের দোষ দেয়
ভাগ্যবিধাতা তাঁরাই এনেছে ডেকে।
স্বাধীন দেশের স্বপ্ন ছিলো
মিটবে বোধহয় আশ,
প্রজাতন্ত্রের প্রজা আমরা
আজ স্বেচ্ছাচারীর দাস।