বিবেক যখন বিক্রি হয় সস্তা হয় মানুষ
বাজারে চলে বেচা কেনা থাকেনা মান –হুঁশ ।
চাইযে আরো অনেক টাকা আসবে কেমনে
বিবেক দিয়ে করবো কী আর তাই বিকছি যতনে ৷
দয়া মায়া ভালোবাসা আজ আছে অভিধানে
ভ্রষ্টাচার আর ছল চাতুরি সব বিলাস ব্যসনে ৷
বিবেক দিয়ে জলাঞ্জলি স্বর্গ সুখে থাকে
পরলোকে যাবেই নরক, কে বোঝাবে তাকে ৷